উত্তরপ্রদেশে একজোট হয়ে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে বদ্ধ পরিকর বিরোধীরা

Spread the love

কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর রাষ্ট্রীয় লোকদলের মধ্যে আসন ভাগাভাগি প্রায় শেষপর্যায়ে। একজোট হয়ে বিজেপিকে উত্তরপ্রদেশে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলাই এর উদ্দেশ্য। উত্তরপ্রদেশেই লোকসভার আসন সবথেকে বেশি। সেখানে ৮০টি আসন নিজেদের মধ্যে বোঝাপড়া করে লড়তে চায় তারা। উপনির্বাচনের ফল বিরোধীদের নিঃসন্দেহে উৎসাহিত করেছে। জোট বেঁধে লড়ে গোরখপুর, ফুলপুর, কৈরানা ও নুরপুরে বিজেপিকে গোহারা হারিয়েছে তারা। গত সপ্তাহে এনসিপি নেতা শারদ পাওয়ার মায়াবতীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে কথা হয়েছে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ভোট নিয়ে।

মধ্যপ্রদেশে বিএসপি ৫০টি আসন চাইলেও কংগ্রেস ৩০টির বেশি দিতে রাজি নয়। উত্তরপ্রদেশেও আসন বোঝাপড়া এগোচ্ছে। সেখানে সপা-বসপা আসন ভাগের ব্যাপারে মোটামুটি কথা হয়ে গিয়েছে। আরএলডিকে নিজেদের ভাগ থেকে তিনটি আসন দেবে সপা। কংগ্রেসকে ১০টার বেশি আসন ছাড়বে না তারা। কংগ্রেস ইতিমধ্যেই ঝাড়খণ্ড,মহারাষ্ট্র, বিহার, তামিলনাডু, কেরলে আসন ভাগাভাগি সেরে ফেলেছে। ঝাড়খণ্ডে ঝাড়খম্ড মুক্তি মোর্চা আর তামিলনাডুতে ডিএমকের সঙ্গে কথা বলছে তারা। কথা হচ্ছে বামেদের সঙ্গেও। বিহারে লালুপ্রসাদের আরজেডির সঙ্গে কংগ্রেসের মহাগঠবন্ধন থাকছে। মহারাষ্ট্রে কংগ্রেসের জোটসঙ্গি এনসিপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*