শেষ হলো উত্তরপ্রদেশ ও বিহারের উপনির্বাচন, ফল ঘোষণা ১৪ মার্চ

Spread the love

উত্তরপ্রদেশের গোরখপুর ও ফুলপুর লোকসভা কেন্দ্রে রবিবার শেষ হলো উপনির্বাচন। এদিন সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ ঘিরে বুথগুলিকে কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে। আগামী ১৪ মার্চ ভোটের ফলাফল ঘোষণা হবে। এদিন বিকেল ৫টা অবধি গোরখপুরে ভোটদানের হার ৪৩ শতাংশ। ফুলপুরে ভোট দিয়েছেন ৩৮ শতাংশ মানুষ।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সাংসদ পদ ছাড়ায় গোরখপুর ও ফুলপুর আসন দুটি ফাঁকা হয়ে যায়। গোরখপুরে লড়াই করছেন বিজেপির উপেন্দ্র শুক্লা, সমাজবাদী পার্টির প্রবীন নিশাদ ও কংগ্রেসের সুরিতা চ্যাটার্জি। ফুলপুর কেন্দ্রে লড়ছেন বিজেপি প্রার্থী কৌশলেন্দ্র সিং প্যাটেল, সমাজবাদী পার্টির প্রার্থী নাগেন্দ্র প্রতাপ প্যাটেল ও কংগ্রেস প্রার্থী মণীশ মিশ্রা।

অন্যদিকে, বিহারের একটি লোকসভা কেন্দ্র ও দুটি বিধানসভা কেন্দ্রে শেষ হলো ভোটাভুটি। আরারিয়া লোকসভার আসনে ভোটদানের হার ৫৭ শতাংশ। ভাবুয়ায় ভোট পড়েছে ৫৪.৩ শতাংশ ও জেহনাবাদ বিধানসভা আসনে ৫০.৬ শতাংশ ভোট পড়েছে। আরজেডি সাংসদ মহম্মদ তসলিমুদ্দিনের মৃত্যুর পর আরারিয়া আসনটি এবং বিজেপি-র আনন্দ ভূষণ পান্ডের মৃত্যুর পর ভাবুয়া বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায়। আরারিয়া কেন্দ্রে দাঁড়িয়েছেন তসলিমুদ্দিনের ছেলে সরফরাজ আলম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*