উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথম তালিকাতেই রয়েছে ৫০ জন মহিলা প্রার্থীর নাম।
২০১৭ সালে উত্তরপ্রদেশের ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে ৩১২ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। প্রায় ৪০ শতাংশ ভোট নিজের দখলে নিয়েছিল গেরুয়া শিবির। সমাজবাদী পার্টি ৪৭ টি আসনে এবং মায়াবতী বিএসপির দখলে ছিল মাত্র ১৯ টি আসন। যেখানে কংগ্রেস মাত্র সাতটি আসনে সীমাবদ্ধ ছিল। তবে, গত পাঁচ বছরে ছবিটা অনেকটাই বদলেছে। সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে সরকার গড়তে মরিয়া হয়ে উঠতে চাইছে কংগ্রেস৷ ফলে, মহিলা ক্ষমতায়ানের দিকেও বিশেষ নজর দিয়েছে৷ এমনকী ৪০ শতাংশ আসনে মহিলাদের টিকিট দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছিল কংগ্রেস।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, এদিনের উত্তরপ্রদেশ নির্বাচনের প্রথম প্রার্থী তালিকায় ১২৫ জন প্রার্থীর মধ্যে ৪০ শতাংশ অর্থাৎ ৫০ জন মহিলা প্রার্থীর নাম রয়েছে। বাকি ৪০ শতাংশ রয়েছে যুবনেতা। এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার পরে একটি টুইট করেন রাহুল গান্ধী।
Be the first to comment