ছবি সৌজন্যে- (এএনআই)
হাইওয়ের উপর ভেঙে পড়ল নির্মীয়মান ফ্লাইওভার। ঘটনাটি উত্তরপ্রদেশের বাস্তি জেলার। শনিবার সকালে এই ফ্লাইওভারটি ভেঙে পড়ে। গুরুতর ভাবে জখম হয়েছেন কর্মরত এক শ্রমিক। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে লোহার বীমের উপর ফ্লাইওভারটি সাপোর্ট দেওয়া ছিল সেগুলো মাটিতে কাদায় গেঁথে গিয়েছিল। গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। পুলিশের অনুমান, মাটি নরম থাকাতেই লোহার বীমগুলো বসে গিয়েছিল। আর তাঁর ফলেই ঘটে বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই নির্মীয়মান ফ্লাইওভার। লখনৌ থেকে ২০৫ কিলোমিটার দূরে রয়েছে এই হাইওয়ে (২৮ নম্বর জাতীয় সড়ক)। দ্রুত হাইওয়ে থেকে ফ্লাইওভারের ভাঙা অনশ পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। জাতীয় সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন ট্র্যাফিক আধিকারিকদের।
জানা গিয়েছে, এই ফ্লাইওভার নির্মাতাদের সরাসরি সড়ক পরিবহণ মন্ত্রক থেকেই নিযুক্ত করা হয়েছিল। প্রায় ৬০ শতাংশ কাজ হয়ে গিয়েছিল। তারপরেই ভেঙে পড়ে ফ্লাইওভারটি। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগেই স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা ফ্লাইওভারের কাজ পর্যবেক্ষণও করে গিয়েছিলেন। কিন্তু তারপরেও কীভাবে আচমকা ফ্লাইওভারটি ভেঙে পড়ল এখন সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে প্রশাসন। জেলা শাসক রাজ শেখর বলেছেন, জেলাস্তরের প্রশাসনের তরফে ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে (এনএইচএআই) গোটা বিশয়টি জানানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখতে বলা হয়েছে এনএইচএআই-কে।
Be the first to comment