দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির আজ ৯৩ তম জন্মদিন। আর এই দিনেই মোট ৯৩ জন বন্দীকে সংশোধনাগার থেকে মুক্তি দিচ্ছে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশের প্রিন্সিপাল সেক্রেটারি (স্বরাষ্ট্র) অরবিন্দ কুমার বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির জন্মদিনে রাজ্যের বিভিন্ন জেলে থাকা ৯৩ জন বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। সাজার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু জরিমানা না দিতে পারার জন্য যারা এখনও জেল খাটছে। এই ধরনের মোট ১২৫ জনের নামের তালিকা থেকেই এদের বেছে নেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের বিজেপির মুখপাত্র শালাভমনি ত্রিপাঠি বলেন, বাজপেয়ি প্রথম এবং এখনও পর্যন্ত সেই ব্যক্তি যিনি কংগ্রেস নেতা না হয়েও, প্রধানমন্ত্রী হিসেবে নিজের পুরো সময় কাটিয়েছেন। তিনি লখনউ থেকে সাংসদ নির্বাচিত হলেও গোটা রাজ্যের জন্য প্রচুর কাজ করেছেন। তাই তাঁর জন্মদিনে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
Be the first to comment