রোজদিন ডেস্ক :- আজ ৬টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এর মধ্যে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
যে ৬টি বিধানসভা আসনে ভোট হচ্ছে তার মধ্যে গতবার ৫ টিতে জিতেছিল তৃণমূল। মাদারিহাট ছিল বিজেপির দখলে। বাংলা ছাড়াও আজ একাধিক রাজ্যে উপনির্বাচন রয়েছে। ১০টি রাজ্যে ৩১টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। সবচেয়ে বেশি রাজস্থানে ৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে তারপরই রয়েছে বাংলা।
সকাল ৯টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়ল ১৪.৬৫ শতাংশ।
Be the first to comment