কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন উপেন্দ্র কুশওয়াহা

Spread the love

এনডিএকে জোর ধাক্কা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন উপেন্দ্র কুশওয়াহা। এনডিএ-র শরিক রাষ্ট্রীয় লোকসমতা পার্টির নেতা তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিয়েছেন। ২০১৯ সালে বিহারে আসন বন্টন নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। সোমবার বিরোধী দলগুলির বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা। এর আগে উপেন্দ্র জানিয়েছিলেন, তিনি সোমবার এনডিএ শরিকদের বৈঠকে যাবেন না। ১২ ডিসেম্বর বিহারে কুশওয়াহার দল চিন্তন বৈঠক করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে দেখা করার সময় চেয়েও তিনি দেখা করতে পারেননি বলে তাঁর অভিযোগ। সেইসঙ্গে তাঁর অভিযোগ, নীতীশ কুমার তাঁর দলের বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*