ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে। তবে ইন্টারভিউয়ের তারিখ দেওয়া হয়নি স্কুল সার্ভিস কমিশনের তরফে। সূত্রের খবর, অফলাইনেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে চাইছে শিক্ষা দফতর। লকডাউন পুরোপুরি উঠে গেলে যখন গণপরিবহন স্বাভাবিক হবে, তখন ইন্টারভিউ নেওয়ার কথা ভাবা হচ্ছে।
এর আগে তালিকা প্রকাশের আগে অনলাইনে ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা ছিল স্কুল সার্ভিস কমিশনের। কিন্তু বর্তমান পরিকাঠামোতে অনলাইনে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয় বলে মনে করছেন আধিকারিকরা। তাই অফলাইন ইন্টারভিউয়ের উপরই ভরসা রাখতে চাইছে কমিশন।
সোমবার নবান্ন থেকে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। সেই মতো উচ্চ প্রাথমিকে মোট ১৪,৩৩৯ টি শূন্য পদের জন্য ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে। তবে এই তালিকা ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক।
পাশাপাশি প্রকাশিত তালিকা নিয়ে উঠেছে অস্বচ্ছতার অভিযোগ। অভিযোগ জানিয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন একদল প্রার্থী। বিক্ষোভ প্রদর্শনকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ, ইন্টারভিউয়ের তালিকায় নাম ওঠার কাট-অফ বা ন্যূনতম যোগ্যতার বেশি যোগ্যতা থাকলেও তালিকায় নাম নেই অনেক প্রার্থীর। চাকরিপ্রার্থীদের আরও বক্তব্য, তালিকায় থাকা নামের পাশে মোট প্রাপ্ত নম্বর নেই। যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা।
Be the first to comment