UPSC-তে দেশের প্রথম ১৫ কৃতীর মধ্যে কলকাতার রৌনক, রাজ্যে টপার

Spread the love

তৃতীয়বারের পরীক্ষায় শুধুমাত্র সাফল্য নয়, দেশের মধ্যে প্রথম ১৫-তেই চলে এলেন উত্তর কলকাতার এই কৃতী ছাত্র। সিভিল সার্ভিস পরীক্ষায় গত কয়েক বছরে অন্তত রাজ্য থেকে প্রথম ১৫-এর মধ্যে স্থান সে অর্থে পাননি রাজ্যের কোনও পড়ুয়া বা ছাত্র।

তাই ১৩ তম স্থান পেয়ে এবং এ রাজ্য থেকে প্রথম রৌনক আগরওয়াল ৷ বাবা-মা সহ পাড়া প্রতিবেশীরা যারপরনাই খুশি। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথমদিকের স্থান হলেও ওয়েস্টবেঙ্গল ক্যাডারেই যোগ দিতে চান রৌনক। কারণ তাঁর বাবা চান, রৌনক এ রাজ্যের জন্যই কাজ করুক তার ছেলে। পাশাপাশি ২০ নম্বরে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরেক কৃতী ছাত্রী নেহা বন্দ্যোপাধ্যায়|

মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার এক ঘণ্টা বাদেই রৌনক জানান, “আমি রাজ্যের শিল্প এবং পরিকাঠামো গড়ে তুলতে চাই। এটাই আমার প্রাথমিক লক্ষ্য ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পাওয়ার পর। আমি এ রাজ্যের হয়েই কাজ করতে চাই।”

ছোটবেলা থেকেই ভালো ছাত্র রৌনক। উচ্চমাধ্যমিকে বাণিজ্য বিভাগে প্রথম স্থান দখল করেছিলেন রৌনক। সেন্ট লরেন্স হাই স্কুল থেকে বাণিজ্য নিয়ে রাজ্য বোর্ড অর্থাৎ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনেই পড়াশোনা করেছেন৷ তারপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হওয়ার পর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাস করেন রৌনক। তারপরেই বেশ কয়েকটি নামী ব্যাঙ্ক থেকে চাকরির অফার আসে। কিন্তু লক্ষ লক্ষ টাকার চাকরির অফার ছেড়ে মানুষের জন্যই কাজ করার আগ্রহ প্রকাশ করে রৌনক।আর তাই সেই চাকরি ছেড়ে দিয়ে আপাতত নিজের হাত খরচ চালাচ্ছিলেন টিউশন পড়িয়ে। রৌনকের কথায়, ” আমার ছোটবেলা থেকে সিভিল সার্ভিসে যোগ দেওয়ার ইচ্ছা ছিল না। উচ্চমাধ্যমিক পাশ করার পর সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগ্রহ আসে আমার কাছে। আমি পরপর দুবার সাফল্য পায়নি। তবুও আমি চেষ্টা করে গিয়েছি সিভিল সার্ভিসে যোগ দেওয়ার জন্য।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*