অবশেষে প্রকাশিত হল সিভিস সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল। শুক্রবার UPSC- এর তরফ থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম হয়েছে শুভম কুমার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে মহিলারা। দ্বিতীয় হয়েছেন জাগৃতী আয়াস্থি ও তৃতীয় অঙ্কিতা জৈন।
সবমিলিয়ে ইন্টারভিউতে সফল হয়ে ভবিষ্যতে আমলা হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন ৭৬১জন। upsc.gov.in-এ গিয়ে ফলাফল দেখা যাবে। সেখানে একটি লিঙ্ক আছে যেটিতে দেওয়া আছে ‘Civil Services (Main) Examination, ২০২০- Final Result’। সেখানেই সমস্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা দেওয়া আছে। সেটির একটি প্রিন্টআউট নিয়ে রাখুন। ভবিষ্যতে কাজে লেগে যাবে।
সাধারণত তিনটি ধাপে হয় এই পরীক্ষা। প্রথম প্রিলিমস, তারপর মেইনস ও শেষে ইন্টারভিউ রাউন্ড। সারা দেশের লাখ লাখ তরুণ তরুণী এই পরীক্ষার জন্য তৈরি হন। স্বাভাবিকভাবেই এতে সুযোগ পাওয়া অত্যন্ত শক্ত। এবার যেমন সাফল্য পেলেন মাত্র ৭৬১জন। এই ফলাফল সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে এই নম্বরগুলিতে ফোন করতে পারেন 23385271 /23381125 / 23098543. বিস্তারিত মার্কস রেজাল্ট প্রকাশের পনেরো দিনের মধ্যে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।
Be the first to comment