উত্তরপ্রদেশের শিক্ষক নিয়োগের পরীক্ষা অথার্ৎ UPTET 2018 ফল মঙ্গলবার মধ্যরাতে প্রকাশিত হয়েছে ৷ এবারের পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১১০১৬৪৫ ৷ এদের মধ্যে পাশ করেছে ৩৬৬২৮৬ জন ৷ অথার্ৎ হিসেব অনুযায়ী, এবারের পরীক্ষায় পাশ করেছে মোট ৩৩ শতাংশ ৷ পরীক্ষার্থীরা উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট upbasiceduboard.gov.in-এ গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন ৷
শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, ৫ ডিসেম্বর দুপুরের পর থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখার পাশাপাশি সেটির প্রিন্ট ও নিতে পারবেন পরীক্ষার্থীরা ৷ ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে ৷
১৮ নভেম্বর ২০১৮ টেটের পরীক্ষা হয়েছিল ৷ ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন নম্বর, জন্ম তারিখ, সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন রেজাল্ট ৷
Be the first to comment