প্রকাশিত হলো শিক্ষক নিয়োগের ফলাফল

Shot of young businessman at home office with laptop and taking notes. Focus on man hands holding pen.
Spread the love
উত্তরপ্রদেশের শিক্ষক নিয়োগের পরীক্ষা অথার্ৎ UPTET  2018  ফল মঙ্গলবার মধ্যরাতে প্রকাশিত হয়েছে ৷ এবারের পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১১০১৬৪৫ ৷ এদের মধ্যে পাশ করেছে ৩৬৬২৮৬ জন ৷ অথার্ৎ হিসেব অনুযায়ী, এবারের পরীক্ষায় পাশ করেছে মোট ৩৩ শতাংশ ৷ পরীক্ষার্থীরা উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট upbasiceduboard.gov.in-এ গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন ৷
শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, ৫ ডিসেম্বর দুপুরের পর থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখার পাশাপাশি সেটির প্রিন্ট ও নিতে পারবেন পরীক্ষার্থীরা ৷ ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে ৷
১৮ নভেম্বর ২০১৮ টেটের পরীক্ষা হয়েছিল ৷ ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন নম্বর, জন্ম তারিখ, সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন রেজাল্ট ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*