লকডাউনের মধ্যেই শুরু হয়েছে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা৷ ফলে বন্ধ করে দেওয়া হয়েছে শহরে দুটি উড়ালপুল৷ একটি হল বালিগঞ্জ বিজন সেতু৷ আর অপরটি হল চেতলা উড়ালপুল৷ বন্ধ থাকবে ১৭ মে পর্যন্ত।
পুলিশ সূত্রে খবর,আজ শুক্রবার সকাল থেকে চেতলার আরসিসি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে৷ অন্যদিকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ও কসবার মধ্যে সংযোগকারি বিজন সেতু গতকাল রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে৷ ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বিজন সেতু হয়ে যে সব গাড়ি যেত, সেগুলোকে কালিকাপুর দিয়ে ঘোরানো হবে৷ রুবি থেকেও গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে৷
গড়িয়াহাটের দিক থেকে যাদবপুরে জীবনানন্দ সেতু কিংবা পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজ হয়ে বাইবাসে যাওয়া যাবে৷ চেতলার সেতু বন্ধ থাকার কারণে পশ্চিমমুখী রাসবিহারি অ্যাভিনিউয়ের দিক থেকে আসা গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে রাসবিহারি অ্যাভিনিউ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ক্রসিং থেকে হাজরা মোড় ও আলিপুর রোড ধরতে পারবে।
পূর্বমুখী ট্রাফিকগুলিকে আলিপুর রোড চেতলা সেন্ট্রাল রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে আলিপুর রোড-দুর্গাপুর ব্রিজের দিকে কিংবা আলিপুর রোড-রাজা সন্তোষ রোড বর্ধমান রোডের দিকে। এছাড়া চিৎপুর সার্কুলার খালের উপরে অবস্থিত সেতুটিরও স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছেন৷
Be the first to comment