ফের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগ নিয়ে জল্পনা। ১৯ নভেম্বর পদত্যাগ করতে পারেন প্যাটেল। মানি লা ইফ নামের একটি অনলাইন সংবাদমধ্যমের দাবি, ১৯ নভেম্বর বোর্ড মিটিংয় হওয়ার কথা রয়েছে। সেখানেই হয়তো তিনি তাঁর পদত্যাগের ঘোষণা করতে পারেন। এমনটাই নাকি দাবি প্যাটেল ঘনিষ্ঠদের। তাঁরা আরও বলেন, ক্রমাগত রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্রের দ্বৈরথে হাঁপিয়ে উঠেছেন উর্জিত। এর ফলে তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যেরও অবনতি ঘটেছে। এবার সমস্ত রকম বিতর্কের ইতি টানতে চান তিনি। তাই নিষ্কৃতি হিসেবে হয়তো পদত্যাগের রাস্তাতেই হাঁটবেন। সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে রয়টার্সের একটি প্রতিবেদন। মঙ্গলবার রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঋণ প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করার জন্য রিজার্ভ ব্যাঙ্কের ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে কেন্দ্র। এর ফলে শীর্ষ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গে সংঘাত আরও বাড়বে। তবুও পিছিয়ে আসতে রাজি নয় কেন্দ্র। ওই প্রতিবেদন অনুযায়ী, এক সরকারি আধিকারিক জানান, সরকারের দাবি প্রত্যাখ্যান করেই চলেছে শীর্ষ ব্যাঙ্ক। আলোচনার মাধ্যমে সমাধানের উপায় বের করতে চায় কেন্দ্র। আরবিআই নিজেদের সঞ্চিত অর্থ থেকে আর্থিকভাবে সঙ্কটে থাকা প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করুক, এমনটাই চাইছে সরকার। কিন্তু নিয়ম শিথিল করতে রাজি নয় শীর্ষ ব্যাঙ্কের কর্মকর্তারা। ফলে পদত্যাগের সম্ভাবনা অমূলক নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Be the first to comment