বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে উরুগুয়ে ও পর্তুগাল। বড় কোনও আসরে গত ১৭ ম্যাচ (টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচ ছাড়া) খেলে মাত্র একটিতে হেরেছে পর্তুগাল, সেটি গত বিশ্বকাপে জার্মানির কাছে ৪-০ গোলে। আর ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ২০১০ সালে পারলেও ১৯৭৪ থেকে শুরু করে বাকি বিশ্বকাপের কোনটিতেই দ্বিতীয় রাউন্ডের গন্ডি পেরোতে পারেনি। পর্তুগালের যেমন রোনাল্ডে তেমনই এই ম্যাচে উরুগুয়ের নায়ক হতে পারেন লুইস সুয়ারেজ। মেসি-রোনাল্ডোর মতো না হলেও তারও একাই ম্যাচে গতিপ্রকৃতি পাল্টে দেয়ার ক্ষমতা আছে।
Be the first to comment