৯০ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকার পর নিজেদের প্রথম ম্যাচে কর্নার থেকে হেডে গোল করে উরুগুয়েকে জেতালেন হোসে গিমিনেজ ৷ তবে শুক্রবার ম্যাচ অবশ্য আরও অনেক বেশি গোলে জিততে পারত উরুগুয়ে ৷ গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। ৷ তবে ৯০তম মিনিটে গোল খাওয়ায় আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না মিশরের ৷
তারকা স্ট্রাইকার থাকা সত্ত্বেও ডিফেন্স থেকে এসে গোল করতে হল হোসে গিমিনেজকে। এদিন মিশরের গোলরক্ষক আল-শানাউই মূলত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। গোটা ম্যাচে কমপক্ষে পাঁচবার তিনি দুর্গ হয়ে উঠলেন। এরমধ্যেই একবার দুরন্ত ভাবে বাঁচালেন কাভানির শট। তবে চোটের কারনে এদিন মহম্মদ সালাহকে খেলানোর ঝুঁকি নেন নি মিশরের কোচ।
Be the first to comment