আমেরিকার ওয়াশিংটনে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। ওই ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়, যাতে তিনজন নিহত হয়েছেন এবং প্রায় আহত হয়েছেন প্রায় একশ’ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, ট্রেনটি পরিচালনার দায়িত্বে ছিল আমট্র্যাক নামে একটি প্রতিষ্ঠান। ট্রেনটির লাইনচ্যুত বগিগুলো সংযুক্ত করার কাজ চলছে। ট্রেনে ৭৭ জন আরোহী ছিলেন এবং ট্রেনের ড্রাইভার মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন আমট্র্যাকের মুখপাত্র। ট্রেনটি সিয়াটল থেকে পোর্টল্যান্ড যাওয়ার পথে বগি লাইনচ্যুতের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পয়রেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা।
ছবি ও তথ্যঃ সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment