শতাধিক বেআইনী অনুপ্রবেশকারীদের গ্রেফতার করলো ইউএস বর্ডার পুলিশ ও ইমিগ্রেশন আধিকারিকরা

Spread the love
বে-আইনী অনুপ্রবেশকারীদের ধর-পাকড় অব্যাহত আমেরিকায়। সম্প্রতি ইউএস বর্ডার পুলিশ ও ইমিগ্রেশন আধিকারিকরা ১০০ জনের উপর বে-আইনী অনুপ্রবেশকারীদের গ্রেফতার করেছে। তার মধ্যে বেশ কিছু ভারতীয় আছে বলে জানা গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস দফতরের আধিকারিকরা হউস্টন এলাকায় পাঁচ দিন ধরে অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে হন্ডুরাস, এল সাল্ভাদর, মেক্সিকো, গুয়াতেমালা, আর্জেন্টিনা, কিউবা, নাইজিরিয়া, চিলি, তুরস্ক এবং ভারতের লোক আছেন বলে মার্কিন ইমিগ্রেশন দফতর সূত্রে খবর।
গত সপ্তাহে একটি ট্রেলরের মধ্যে ৭৮ জন বে-আইনী অনুপ্রবেশকারীকে নিয়ে যাওয়ার সময় টেক্সাসের একটি চেকপোস্টে তা ধরা পড়ে। তার মধ্যেও মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, এল সাল্ভাদর, ব্রাজিল, ইকুএডর, ডোমিনিকান রিপাব্লিক ও ভারতের লোক ছিল বলে জানা গিয়েছে। কিন্তু এইসব বে-আইনী অনুপ্রবেশকারীর মধ্যে ঠিক কতজন ভারতীয় রয়েছেন তা জানানো হয়নি।
যে সব অনুপ্রবেশকারীরা ধরা পড়েছেন, তাদের মধ্যে অনেকেই এর আগেও অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন বলে জানিয়েছে মার্কিন ইমিগ্রেশন দফতর। বারবার কেন তারা আমেরিকায় প্রবেশের চেষ্টা করছে সে বিষয়ে জেরা করা হচ্ছে। এর মধ্যে কাওকে সন্দেহভাজন মনে হলে তাদের গ্রেফতার করছে পুলিশ। এই সব অনুপ্রবেশের সঙ্গে কোনও জঙ্গি সংগঠন যুক্ত আছে কিনা সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
ভারতীয় অনুপ্রবেশকারীদের মধ্যে বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর আগে ট্রাম্প সরকার চাপের মুখে পড়ে অনুপ্রবেশকারী পরিবারদের একে অন্যের থেকে আলাদা রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু অনুপ্রবেশকারীদের প্রতি তাদের চিন্তার যে কোনও বদল হয়নি তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*