অস্ত্র আমদানি নিয়ে কোনও নিষেধাজ্ঞা নয় ভারতের ওপর

Spread the love

রাশিয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোনো দেশের কাছে বিক্রি করলেই মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একাধিক আইন প্রণেতা রাশিয়ার প্রতি এই হুমকি দেয়। মার্কিন বিদেশমন্ত্রককে লেখা চিঠিতে এই হুমকি দেওয়া হয়।

কিন্তু ভারত, ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রের ওপর এরকম কোনও নিষেধাজ্ঞা আরোপ না করার জন্য সতর্ক করা হয়েছে মার্কিন কংগ্রেসকে। মার্কিন কংগ্রেসকে সতর্ক করেছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক৷

নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি শত্রু মনোভাবাপন্ন দেশগুলোকে মোকাবিলা করা-সংক্রান্ত আইন বা সিএএটিএসএ বা কাটসা প্রয়োগ করা যাবে না ভারত বা ইন্দোনেশিয়ার ওপর৷ এমনই জানিয়ে দিয়েছেন উচ্চপদস্থ এক অ্যাডমিরাল।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ দেশগুলি ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? ২০১৬ সালের ৭ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে রাশিয়াকে শাস্তি দিতে চাইছে ওয়াশিংটন। তবে দীর্ঘদিন ধরেই এই অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

রাশিয়া থেকে কোনও রকম অস্ত্র কিনলে বা সামরিক সাহায্য নিলে আমরিকার রোষের মুখে পড়তে হয় বহু দেশকেই৷ এই ‘কাটসা’ এই রোষেরই প্রকাশ বলে মনে করে আন্তর্জাতিক মহল৷ তবে এবার কিছুটা বাধ্য হয়েই পিছু হঠতে বাধ্য হতে হচ্ছে মার্কিন কংগ্রেসকে৷ তাদের এই বার্তা পৌঁছে দিয়েছেন ওই অ্যাডমিরাল। তিনি বলেছেন এতে প্রভাব পড়তে পারে ইন্ডো-প্যাসিফিক সম্পর্কের ওপর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*