দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ অভিবাসীদের নিয়ে গুজরাটে অবতরণ করলো মার্কিন সামরিক বিমান

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দ্বিতীয় দফায় ১১৯ জনকে ভারতে ফেরত পাঠাল আমেরিকা। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে অবৈধ অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক বিমানটি অমৃতসরে অবতরণ করেছে।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে প্রশাসন। কয়েকদিন আগেই ১০৪ জনকে এদেশে ফেরত পাঠানো হয়েছিল। হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল তাঁদের। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার আরও ১১৯ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হল।
এদের মধ্যে ৬৭ জনই পঞ্জাবের বাসিন্দা। হরিয়ানার ৩৩ জন। এছাড়া গুজরাটের ৮, উত্তরপ্রদেশের ৩, গোয়ার ২, মহারাষ্ট্রের ২, রাজস্থানের ২, হিমাচল প্রদেশের ১ এবং জম্মু ও কাশ্মীরের ১জনকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এ সপ্তাহেই তৃতীয় দফায় অবৈধ অভিবাসীদের নিয়ে আরও একটি বিমানের ভারতে আসার কথা।
শনিবার কংগ্রেস নেতা পি চিদম্বরম সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “বিমানে করে যাঁদের আনা হবে, তাঁদের হাতে কি হাতকড়া আর পায়ে দড়ি বাঁধা থাকবে? ভারতীয় কুটনীতির জন্য এটা একটা পরীক্ষা।”
অন্য দিকে, অবৈধবাসীদের বিমান কেন পঞ্জাবেই নামানো হচ্ছে, কেন দেশের রাজধানী দিল্লিতে ওই বিমান নামছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর অভিযোগ, পঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলি অমৃতসরে নামানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন, আমেরিকা-ফেরত অবৈধবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তাঁর প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*