প্রথম দুই সেটে পিছিয়ে থেকেও ঐতিহাসিক US ওপেন জয় থিয়েমের

Spread the love

US ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে আলেকজ়ান্ডার জেভরভকে হারিয়ে গ্র্যান্ড স্লামের মালিক হলেন তরুণ টেনিস খেলোয়াড় ডোমিনিক থিয়েম ৷ রবিবার, তাঁর পক্ষে ম্যাচের ফলাফল ছিল ২-৬ , ৪-৬ , ৬-৪ , ৬-৩ , ৭-৬ ৷ ৭১ বছরে প্রথমবার প্রথম দু’টি সেটে পিছিয়ে থাকেও কোনও খেলোয়াড় খেতাব ছিনিয়ে নিল ৷ শেষ তিন সেটে তাঁর কামব্যাক দেখার মতো ছিল ৷ ডোমিনিক থিয়েম তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব অর্জন করলেন US ওপেন জয়ের মধ্যে দিয়ে ৷

উল্লেখ্য, এই প্রথমবার US ওপেনের ফাইনালে ওঠেন তরুণ টেনিস খেলোয়াড় ডমিনিক থিয়েম। অস্ট্রিয়ার প্রথম টেনিস তারকা হিসেবে গ্র্যান্ড স্লাম খেতাব জিতে নজির গড়লেন তিনি ৷

অন্যদিকে, এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে ওঠেন থিয়েমের প্রতিপক্ষ জেভরেভ । আর চতুর্থবার গ্র্যান্ড স্ল্যাম মেজর টুর্নামেন্টর ফাইনালে পা রাখেন থিয়েম।

এবারের US ওপেনে নেই টেনিস জগতের বিগ থ্রি রজার ফেডেরার , রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ ৷ এই পরিস্থিতিতে US ওপেন পেল তার নতুন চ্যাম্পিয়নকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*