উটির কাছে খাদে পড়ে গেল এসইউভি গাড়ি, মৃত ৫

Spread the love
উটির কাছে খাদে পড়ে গেল এসইউভি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ পর্যটকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন।
পুলিশ জানিয়েছে, বুধবার দুমড়ে যাওয়া ওই গাড়ি থেকে এই দু’জনকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই পর্যটকরা চেন্নাইয়ের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উটি থেকে ২৪ কিলোমিটার দূরে উল্লাঠি খাদে পড়ে যায় ওই গাড়িটি। প্রায় ২৫০ ফুট নীচে গিয়ে পড়ে ওই এসইউভি।
রবিবার উটির একটি রিসর্টে এসে উঠেছিলেন চেন্নাইয়ের বছর তিরিশের ওই যুবকেরা। সেখানকার কর্মীরাই প্রথম খেয়াল করেন যে ঘুরতে বেরোনোর পর একদিন কেটে গেলেও রিসর্টে ফেরেননি তারা। বিষয়টি নজরে আসায় তারাই প্রথম খবর দেয় পুলিশে। নিলিগিরি পুলিশের কর্মীরা খবর পাওয়া মাত্রই শুরু করে সার্চ অপারেশন
পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েই খাদে পড়ে গিয়েছে গাড়িটি। তাদের অনুমান সম্ভবত কোনও বাঁক নিতে যাচ্ছিলেন গাড়ির চালক। আর সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর সটান গাড়িটি গিয়ে পড়ে খাদে। পুলিশ জানিয়েছে, দু’দিন ধরে গাড়িতে আটকে ছিলেন উদ্ধার হওয়া দুই যুবক।
খাদের নীচে পড়ার পর ঘন ঝোপ-জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছিল ওই এসইউভি গাড়িটি। তার ফলেই গাড়িটি খুঁজে পেতে দু’দিন সময়ে লেগে গিয়েছে। এমনটাই জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া ওই যুবকের দলের মধ্যে কয়েকজন চাকরি সূত্রে চেন্নাইতে থাকেন বলে জানতে পেরেছে পুলিশ। এ দিকে সোশ্যাল মিডিয়ায় ওই যুবকদের একসঙ্গে তোলা একটি ছবি ভাইরাল হয়েছে। পুলিশের অনুমান সম্ভবত দুর্ঘটনার আগের দিন রিসর্টেই এই ছবি তুলেছিলেন ওই যুবকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*