মহানায়কের ৩৮ তম প্রয়াণদিবসে মঙ্গলবার সকালে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নতুন চেহারায় গড়া মেকআপ রুমের উদ্বোধন করা হল। টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে ছিল উত্তমকুমারের ১০ বাই ১২ ফুট মাপের নিজস্ব সাজঘর। মহানায়কের মৃত্যুর পরও সেই সাজঘর ছিল স্মৃতি নিয়ে। এবছরের এপ্রিলে স্টুডিওর সংস্কারের জন্য ভেঙে ফেলা হয় মেকআপ রুমটি। এরপর এদিন তা উদ্বোধন করা হয়। ৯০ বছরের পুরোনো এই সাজঘরে বসে চলচ্চিত্রে শুটিংয়ের জন্য মেকআপ নিয়েছেন মহানায়ক। এখান থেকে তিনি মেকআপ নিয়ে শুটিং করেছেন জনপ্রিয় হওয়া অনেক ছবিতে। এর মধ্যে রয়েছে ‘নায়ক’, ‘আলো আমার আলো’, ‘সব্যসাচী’, ‘সন্ন্যাসী রাজা’, ‘কমললতা’, ‘জতুগৃহ’ এবং শেষ ছবি ‘ওগো বধূ সুন্দরী’। ১৯৮০ সালে মৃত্যুর পরও মহানায়কের সাজঘরের এতটুকু পরিবর্তন করা হয়নি। সেভাবেই সংরক্ষণ করা হয়েছে। তাঁর সাজঘরে এখনো আছে তাঁর ব্যবহার করা সেগুন কাঠের খাট, টেবিল, ইজিচেয়ার ও খড়ম।
Be the first to comment