কয়েকমাস আগে উত্তরপ্রদেশের বাগপত জেলার বদারখা গ্রামে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গুলশান নামে এক যুবকের দেহ। তার বাড়ির লোকের অভিযোগ, গুলশনকে খুন করে দেহটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ সেকথা মানতে নারাজ। তাদের ধারণা গুলশান আত্মহত্যা করেছে।
গুলশানের বাবা আখতার যখন অনেক চেষ্টা করেও যখন পুলিশকে দিয়ে ছেলের মৃত্যুর তদন্ত করতে পারলেন না, তখন তাঁর ধারণা হল, হিন্দুধর্ম গ্রহণ করলে পরিস্থিতি বদলে যাবে । পুলিশ আর গড়িমসি করবে না। ছেলের খুনিকে ঠিক ধরে ফেলবে। এই ভেবে কিছুদিন আগে আখতার সহ তাঁর পরিবারের ২০ সদস্য হিন্দুধর্ম গ্রহণ করেছেন। স্থানীয় এক হিন্দু সংগঠন তাঁদের সাহায্য করেছে।
বাগপতের জেলাশাসক ঋষিরেন্দ্র কুমার জানিয়েছেন, আখতারের পরিবার তাঁর কাছে হলফনামা দিয়েছে, তাদের ধর্মত্যাগ করার জন্য কেউ চাপ দেয়নি। তারা স্বেচ্ছায় মুসলমান থেকে হিন্দু হয়েছে।
যুব হিন্দু বাহিনী নামে এক স্থানীয় সংগঠনের নেতা শৌকেন্দ্র খোকার জানিয়েছেন, গত মঙ্গলবার ওই বাড়িতে হোম হয়েছিল। তার পরে সবাই হিন্দু নাম গ্রহণ করেছেন।
Be the first to comment