রাস্তাঘাটে ঘুরে বেড়ানো ছাড়া গরুদের অবিলম্বে ভালোমতো দেখভালের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। গরুদের চরার জন্য মাঠ পারিষ্কার রাখতেও বলা হয়েছে সরকারি আধিকারিকদের। আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গরুদের আশ্রয় দেওয়ার জন্য একটি কমিটি তৈরি করতে বলেছেন।
একসপ্তাহের মধ্যে তা নিয়ে রিপোর্ট দিতে মুখ্যসচিব অনুপচন্দ্র পান্ডেকে নির্দেশও দিয়েছেন। গরুদের চারণভূমিতে বেআইনি দখলদারদের দ্রুত হটিয়ে দিতেও বলেছেন তিনি। তাদের কড়া সাজার কথাও বলা হয়েছে। জেলা পরিষদস্তরে ৭৫০টি গোশালা কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে পর্যাপ্ত গোখাদ্যও রাখতে হবে জানান তিনি। ১৬টি পুরসভার জন্য ১০ কোটি করে টাকা গোশালার জন্য বরাদ্দ হয়েছে। জেলাগুলিকে ১ কোটি ২০ লাখ করে টাকা গোশালা নির্মাণের জন্য দেওয়া হয়েছে।
Be the first to comment