প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে পিটিয়ে খুন করা হলো কনস্টেবলকে

Spread the love

গাজিপুরে প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে পিটিয়ে খুন করা হল এক পুলিশকর্মীকে। তাঁর নাম সুরেশ বৎস। তিনি নোনহরা থানায় হেড কনস্টেবল ছিলেন। আজ উত্তরপ্রদেশের গাজিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ছিল। সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেখানে নিরাপত্তার দায়িত্ব ছিলেন সুরেশ। সে সময় সভাস্থলের অদূরে সংরক্ষণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিল নিষাদ সম্প্রদায়ের কিছু লোক। কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তারপরেও বিক্ষোভ জারি থাকে।

ঘটনার জেরে সেখানে উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সভা শেষ হয়ে যায়। তারপর থানায় ফিরছিলেন সুরেশবাবু। ফেরার পথে একটি পুলের কাছে সুরেশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে উন্মত্ত জনতা। লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

দোষীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য গাজিপুরের পুলিশ সুপার ও জেলাশাসককে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতিতে বলা হয়, “মৃত কনস্টেবলের বাবা-মার জন্য ১০ লাখ টাকা ও তাঁর স্ত্রীর জন্য ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।” 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*