উত্তরপ্রদেশে কুকুরের কামড়ে মৃত ১৭ শিশু, রাস্তায় নামানো হলো ড্রোন

Spread the love

উত্তরপ্রদেশের সীতাপুরে সম্প্রতি রাস্তার কুকুরের আক্রমণের মুখে পড়ে প্রাণ গিয়েছে ৬ শিশুর, জখম হয়েছে আরও অনেকে। জানা গিয়েছে, গতবছর নভেম্বর থেকে এখনও পর্যন্ত কুকুরের কামড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে এখন আর নিজেদের সন্তানকে শুধু বাইরেই নয়, স্কুলে পর্যন্ত যেতে দিতে চাইছেন না প্রায় কুড়িটি গ্রামের মানুষ। দীর্ঘ ২০ কি.মি এলাকা জুড়ে তৈরী হয়েছে আতঙ্কের পরিবেশ।

তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রাস্তার কুকুরের ওপর নজর রাখতে এবার ড্রোন ও নাইট ভিশন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। আজ থেকেই নজরদারি চালানোর জন্যে ব্যবহার করা হবে এই দুটি বিশেষ পরিষেবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*