বছর ৩৫-এর মহিলা ছটফট করছেন যন্ত্রণায়। উত্তরপ্রদেশের এতওয়া জেলা হাসপাতালের বিছানায় শুয়ে ব্যথায় কাতর মহিলা পরিবারকে জানান, অস্ত্রোপচারের পরও তাঁর পেটে যন্ত্রণা কমছে না। এরপরই তাঁকে স্থানান্তরিত করা হয় লখনউয়ের অন্য একটি বেসরকারি হাসপাতালে। আর সেখানেই আল্ট্রা সোনোগ্রাফির পর চিকিৎসকদের চোখ কপালে ওঠে।
দেখা যায়, মহিলার পাকস্থলীতে রয়েছে একটি বিছানার চাদর। অস্ত্রোপচার করে সেটি বের করেন চিকিৎসকরা। ওই মহিলার পরিবারের লোকজন সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, এখনও রক্তক্ষরণ অব্যাহত। জেলা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, জেলা সরকারি হাসপাতালে ভুল চিকিৎসা করা হয়েছে।
আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারটি কীভাবে এখন হাসপাতালের বিল মেটাবেন তার দিশা পাচ্ছে না। তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই হাসপাতালের বিরুদ্ধে। আর্থিক সাহায্যও চেয়েছেন তাঁরা। কিন্তু কীভাবে ওই মহিলার পাকস্থলীতে চাদর গেল সে বিষয়ে কিছু জানা যায়নি।
Be the first to comment