হিমবাহ ভেঙে বিরাট তুষারধস উত্তরাখণ্ডে। ভেঙে গিয়েছে বাঁধ। জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। যোশীমঠ এলাকার ধৌলি গঙ্গা উপত্যকায় ঋষিগঙ্গা জলবিদ্যুত্ কেন্দ্রে কর্মরত বহু শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক করছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং।
সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, যে এলাকায় হিমবাহ ভেঙেছে, সেখানে বিশেষ জনবসতি না-থাকলেও, বেশ কয়েকটি বিদ্যুত্কেন্দ্র রয়েছে। সেগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলে গিয়েছে আইটিবিপি ও এসডিআরএফ-এর বাহিনী। আশপাশের নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। ওই এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় মানুষকে গঙ্গার ধারে না-যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Be the first to comment