উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে টানা বৃষ্টিতে বিপদসীমা অতিক্রম করল গঙ্গা

Spread the love

উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে টানা বৃষ্টিতে বিপদসীমা অতিক্রম করল গঙ্গা। রবিবার সকালে রাজ্যের তরফে জারি করা হয়েছে সতর্কতা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে হরিদ্বারে গঙ্গার বিপদসীমা ২৯৩ মিটার। রবিবার সকালে ফুলেফেঁপে ওঠা গঙ্গার জল বইছে .২৫ মিটার উপর দিয়ে। তীর্থযাত্রী, পর্যটক, স্থানীয় মানুষ সকলের উদ্দেশেই সতর্কতা জারি করেছে প্রশাসন।

আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে বৃষ্টি চলবে। ফলে আরও জল বাড়তে পারে।

শুধু গঙ্গা নয়, মালান, শিখরো, খো সহ বিভিন্ন নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। এমনিতেই উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন করে উদ্বেগ বাড়িয়েছে নদীগুলির বিপদসীমা অতিক্রম করা। একদিকে দক্ষিণ ভারতের কেরল বন্যার কবলে। কর্নাটকেও টানা বৃষ্টিতে বিভিন্ন অংশ জলমগ্ন। তামিলনাড়ুতে আবার অনেকাংশে খরার প্রকোপ। তারউপর যোগ হলো উত্তর ভারতের এই রাজ্যের বন্যা পরিস্থিতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*