সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সীতাপুর জেলায় তিন জন, আমেঠী ও অরাইয়া জেলায় চার জনের মৃত্যু হয়েছে। ৪৬১টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অন্য দিকে উত্তরাখণ্ডের মুসৌরির কেম্পটি জলপ্রপাত জলের তোড় চোখে পড়ার মতো। সারাবছর পাহাড়ের বুকে তিরতির করে বয়ে যাওয়া তার চেহারা যেন ঝরনার মতো। কয়েকদিনের বৃষ্টির জেরে বর্ষাকালে এবার কেম্পটি আরও ভয়াল রূপ ধারণ করেছে। জনপ্রিয় এই জলপ্রপাতে জলের তোড় এতটাই ভয়ঙ্কর আকার নেয় যে পর্যটকদের সেখান থেকে সরাতে বাধ্য হয় প্রশাসন। স্থানীয় দোকানেও জল উঠে যায়।
Be the first to comment