PPP মডেলে নতুন কোর্স উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

Spread the love

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হল সেন্টার ফর ইনোভেটিভ স্টাডিজ়। আজ এই কেন্দ্রটির উদ্বোধন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।
টেকনো একাডেমিয়ার তরফে এই শিক্ষা কেন্দ্রে তিনবছরের বি কম অনার্স কোর্স পড়ানো হবে। সেক্ষেত্রে বিশেষ সহযোগিতা করবে দি ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া। একইসঙ্গে BBA ইন ফিনান্সিয়াল মার্কেটিং নামে আর কটি তিনবছরের ডিগ্রি কোর্স চালু হবে। এই কোর্সটি চালুর ক্ষেত্রে সহযোগিতা করবে বোম্বে স্টক এক্সচেঞ্জ।
আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর উপস্থিতিতে টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে ICAI এবং বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের চুক্তি স্বাক্ষর হয়। উপাচার্য জানান, কীভাবে এখানে পড়ানো হবে সে বিষয়ে নজরদারির জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মূলত কোর্স করার পর যাতে ছাত্র-ছাত্রীদের বসে থাকতে না হয় সে কথা মাথায় রেখেই সিলেবাস সহ কোর্সগুলির যাবতীয় পরিকল্পনা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*