প্রতীকী ছবি,
নখ কাটা চলবে না। লাগানো যাবে না নেল পালিশ। তবে নখে মেহেন্দি লাগানো যেতে পারে। মুসলিম মহিলাদের জন্য ফতোয়া জারি করেছে ইসলামি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। দারুল ইফা জানিয়েছে, নখে রঙ করা এটা ইসলাম বিরোধী। এর আগেও নানারকম অদ্ভূত ফতোয়া দিয়েছে দারুল উলুম দেওবন্দ। গতবছর দেওবন্দ মেয়েদের ভুরু প্লাক করা, ট্রিম করা, চোখের পল্লব মেরামত করা কিংবা চুল কাটার ওপর ফতোয়া দিয়েছিল। তাদের মতে, চুল নারীর সৌন্দর্য। তাই কাটা চলবে না। তাদের কখনও বিউটি পার্লারে যাওয়া উচিত নয়, নিদান দিয়েছিলেন দারুল প্রধান মৌলনা সাদিক কাসমি। এমনকী, সোশাল মিডিয়ায় ছবি আপলোড করতে মুসলিমদের বারণ করেছে তারা। উত্তরপ্রদেশের সাহারানপুরের দারুল ভারতের মুসলিমদের বড় ধর্মীয় প্রতিষ্ঠানগুলির একটি।
Be the first to comment