যোগী সরকারের ব্যর্থতা কী কী? মনমোহন সিং সরকারের সাফল্য কী কী? কটা বিধানসভা আসনে একটা লোকসভা আসন হয়? উত্তরপ্রদেশে কতগুলো ব্লক আছে? রীতিমতো লিখিত পরীক্ষা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র পদে নিয়োগের এই পরীক্ষায় বসেছিলেন জনা ৭০ পরীক্ষার্থী। উত্তর দিতে হয়েছে ১৪টি প্রশ্নের। তারপর বসতে হয়েছে ইন্টারভিউয়ের জন্য। পরীক্ষক হিসেবে ছিলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী। ছিলেন জাতীয় মিডিয়া কো-অর্ডিনেটর রাহুল গুপ্তা। উত্তরপ্রদেশের আগেকার মিডিয়া টিম ভেঙে দিয়েছেন সভাপতি রাজ বব্বর। পরীক্ষার্থীদের কাছে এই লিখিত পরীক্ষা ছিল চমক। আগে জানানো হয়নি। প্রিয়াঙ্কা জানান, প্রশ্ন মোটেই কঠিন হয়নি। যেমন, উত্তরপ্রদেশে সংরক্ষিত আসন কত, ২০০৪ আর ২০০৯ সালে কংগ্রেস কত আসনে জিতেছিল, বিধানসভায় দলের ভোটের পার্সেন্টেজ কত, সেদিনের এমন তিনটে খবর বলতে হবে যার ওপর সাংবাদিক বৈঠক ডাকা যায়। প্রিয়াঙ্কার মতে, যিনি মুখপাত্র হবেন, তাঁর এটুকু অন্তত জানা উচিত।
Be the first to comment