উত্তরপ্রদেশের বদায়ু জেলায় মহিলাকে গণধর্ষণের পর খুনের তিনদিন পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন । এই ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে উঘেতি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ।
জানা গিয়েছে, গত রবিবার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই মহিলা । তাঁর পরিবারের অভিযোগ, পুজো দিয়ে ফেরার সময় তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় । এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে বাড়ির কাছে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। পুলিশকে জানানো সত্ত্বেও প্রায় ২০ ঘণ্টা পর দেহ উদ্ধার করা হয় বলেও তাদের অভিযোগ। এমনকী উঘেতি থানার আধিকারিক তদন্তের জন্য ঘটনাস্থলেও যাননি বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে তিন চিকিৎসকের একটি দল ওই মহিলার দেহের ময়নাতদন্ত করে । সেই রিপোর্টে বলা হয়েছে, মহিলাকে ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। এমনকী তাঁর পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়েছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
Be the first to comment