ভীমরাও আম্বেডকরের পরাজয় প্রসঙ্গে সরব মায়াবতী, সমর্থন জানালেন মমতা

Spread the love

উত্তরপ্রদেশে রাজ্যসভা নির্বাচনে দলীয় প্রার্থী ভীমরাও আম্বেডকরের পরাজয়ের পর প্রথম মুখ খুলেই শাসক দল বিজেপিকে আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। শনিবার তিনি বলেন, শুক্রবারের ভোটে বসপা ও সপার নয়া জোটে বিভাজন ঘটানোর চেষ্টা করেছে বিজেপি। কিন্তু তা সত্ত্বেও শুক্রবারের ভোটের ফলে দুটি দলের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না, তাদের বোঝাপড়ায় বিন্দুমাত্র পার্থক্য হবে না বলে জানিয়ে দিলেন বসপা নেত্রী।

এদিন মায়াবতী বলেন, আমি কংগ্রেস- সপাকে সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গত, শুক্রবার বসপা বিধায়ক অনিল সিং রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করেন। উত্তরপ্রদেশের নবম রাজ্যসভা আসনে জয়ী হন বিজেপি প্রার্থী। সেকারনেই এদিন মায়াবতী বলেন, ব্যবসায়িক স্বার্থে উনি বিজেপিকে ভোট দিয়েছেন। ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।
প্রসঙ্গত, আদিত্যনাথের গোরক্ষপুর ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের ছেড়ে দেওয়া ফুলপুরের লোকসভা উপনির্বাচনে বসপা-সপা বোঝাপড়ার ফলে বিজেপি হেরেছিল। তবে এদিন মায়াবতী কটাক্ষ করেন, এই অনৈতিক জয় গোরক্ষপুর, ফুলপুরে ওদের পরাজয়কে কখনও পুষিয়ে দিতে পারবে না।

এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়াবতীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। শনিবার টুইট করে তৃণমূল নেত্রী জানিয়েছেন, মায়াবতীজীর বক্তব্যকে স্বাগত জানাই। দেশের স্বার্থে এই উদ্যোগে আমরা দৃঢ়ভাবে তাঁর ও অখিলেশ যাদবের পাশে থাকছি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*