উত্তরপ্রদেশের হাথরাস শহরে এক মদের দোকানের সামনে কিয়স্কে ব্যবসা করতেন বিমল কুমার নামে এক প্রতিবন্ধী। সোমবার রাতে টাকাকড়ি নিয়ে ঝামেলার জেরে কয়েকজন পুলিশকর্মী তাঁকে পিটিয়ে মেরেছে বলে অভিযোগ। তার পরে স্থানীয় বাসিন্দারা আগ্রা-আলিগড় রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ।
হাথরাসের সদর অঞ্চলে কিয়স্কে ব্যবসা করতেন ৪৪ বছরের বিমল। সোমবার রাতে আশিস যাদব নামে এক সব ইন্সপেক্টরের নেতৃত্বে তিন পুলিশকর্মী তাঁর ওপরে চড়াও হয়। মারধরের ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় মানুষজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে শেষ রাতে বিমলের মৃত্যু হয়। হাথরাসের পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, আশিস যাদবকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তার সঙ্গে অপর যে পুলিশকর্মীরা ছিল, তাদেরও চিহ্নিত করা হয়েছে। নিহত বিমলের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন জেলাশাসক।
Be the first to comment