বিশেষ প্রতিনিধি,
উত্তরপ্রদেশে টানা ঝড়বৃষ্টিতে মৃত্যু হল ১৫ জনের। আহতদের সংখ্যা ৯ ৷ রাজ্য সরকার আক্রান্ত জেলাগুলিতে ২৪ ঘন্টার মধ্যে বিশেষ ত্রাণ পাঠানোর ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন ৷ গত বুধবার দেশের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টিতে মৃত্যু ঘটেছে প্রায় ৪০ জনের ৷
সরকারি তথ্যানুসারে, মূলত পুরনো বাড়ি এবং গাছ ভেঙে পড়েই মৃত্যু হয়েছে৷ রাজ্যের পশ্চিমের জেলা মোরাদাবাদ৷ সূত্রের খবর,সাত জনেরবেশি মারা গিয়েছে এই জেলা থেকে৷ মুজাফরনগর, আমরোহা থেকেও উদ্ধার করা হয়েছে মৃতদেহ।শুক্রবার দিল্লিসহ পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় ৪০ কিমি বেগে বয়ে আসা কালবৈশাখী সাময়িক গুমোট থেকে মুক্তি দিয়েছে রাজধানীবাসীকে৷তবে, উড়ান যাত্রীদের পড়তে হয়েছে সমস্যায়৷ ঝড়বৃষ্টির কারণে বাতিল করা হয়েছিল একাধিক উড়ান ৷
Be the first to comment