দুপুর ২টো থেকে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শুরু মুখ্যমন্ত্রীর। তিন জেলাকে নিয়ে বৈঠক শুরু। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই তিন জেলা নিয়ে বৈঠক। কোচবিহারে ১০০ দিনের কাজ নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। ৩ জেলায় আশানুরূপ ফল হয়নি, স্কিল ট্রেনিং-এ ও সেভাবে কাজ এগোয়নি। আগামী ৫০ দিনের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। গ্রামীণ সড়ক যোজনার কাজ সব শেষ করতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রীর কাজ কেনো কম হয়েছে? এ ব্যাপারেও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী বাংলার গর্ব, তাতে এমন হাল কেনও হল? কেনো কন্যাশ্রীর টাকা প্রাপকদের কাছে পৌঁছচ্ছে না? সরকারি আধিকারিকদের কাছে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
আর্থিক বছর শেষ হওয়ার আগে কেনও কাজ শেষ হচ্ছে না এ প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ সড়ক যোজনার ফল আশানুরূপ হয়নি জলপাইগুড়িতে।
১০০ দিনের কাজ, হেলথ, হাতির হানা নিয়ে আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ধমক মুখ্যমন্ত্রীর।
Be the first to comment