নতুন রাজনৈতিক দল গড়ছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার ভি ভি লক্ষীনারায়ণ

Spread the love

এবার নতুন দল গড়ে রাজনীতির ময়দানে নামতে চলেছেন সিবিআইয়ের প্রাক্তন শীর্ষকর্তা। দুর্নীতিমুক্ত দেশগড়ার ডাক দিলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার ভি ভি লক্ষীনারায়ণ। একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান, তাঁর শুভানুধ্যায়ী, বন্ধুবান্ধব ও অনুগামীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ নভেম্বর একটি বৈঠকে নতুন রাজনৈতিক দল গটনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। শীঘ্রই রাজনৈতিক দলটির নাম, দিনক্ষণ ঘোষণা করা হবে। সেই বৈঠকে আম আদমি পার্টি, তেলঙ্গানা প্রজা পার্টি, লোক সত্ত্বা সহ বিভিন্ন দলের নেতারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সূত্রের খবর, লোক সত্ত্বা দলের প্রতিষ্ঠাতা জয়া প্রকাশ নারায়ণ, তাঁকে নিজের দলের দায়িত্ব নেওয়ারও প্রস্তাব দেন। উত্তরে লক্ষীনারায়ণ জানান, নতুন করে রাজনৈতিক জীবন শুরু করতে চান। তবে জয়া প্রকাশের প্রস্তাব তিনি বিবেচনায় রাখবেন। প্রসঙ্গত, সিবিআইতে থাকাকালীন বহু গুরুত্বপূর্ণ মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। ওয়াইএসআর কংগ্রেস পার্টি সুপ্রিমো জগনমোহন রেড্ডির আর্থিক দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। কোনও চাপের কাছে মাথা নত না করেই রেড্ডির বিরুদ্ধে চার্জশিট পেশ করেন। সৎ অফিসার হিসেবে কর্মস্থলে প্রচুর সুনাম কুড়িয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*