ভুয়ো টিকাকরণ নিয়ে এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র ৷ ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে ৷ ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব এবং তার উদ্যোগে ভুয়ো টিকাকরণ নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি ৷ ২৬ জুন এই সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ওই চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজ্যের বেশ কিছু জায়গায় আইন না মেনেই টিকাকরণ কেন্দ্র চলছে। বিশেষ করে কলকাতা পৌরনিগমের অন্তর্গত কসবার ভুয়ো টিকাকরণ ক্যাম্পের উল্লেখ রয়েছে চিঠিতে। অভিযোগ, ওই ক্যাম্প থেকে যাঁরা করোনা টিকা নিয়েছেন, তাঁদের কেউই কো-উইন অ্যাপ থেকে টিকা নেওয়ার শংসাপত্র পাননি। ফলে মানুষের মধ্যে সংশয় জাগছে, যে ক্যাম্পগুলি থেকে তাঁরা টিকা নিচ্ছেন, সেগুলি কি সত্যিই আসল… নাকি ভুয়ো ক্যাম্প।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ মঙ্গলবার রাজ্যকে যে চিঠি পাঠিয়েছেন, তাতে বেশ কড়া ভাষায় বলা হয়েছে — করোনা টিকাকরণ পদ্ধতি কো-উইন পোর্টালের মাধ্যমে করা উচিত এবং প্রত্যেকটি ডোজ়ের রেকর্ড কো-উইনে থাকা দরকার। যাঁদের টিকা দেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে তাঁদের একটি করে শংসাপত্র পাওয়ার কথা। যদি কেউ করোনা টিকা নেওয়ার পর শংসাপত্র না পান, তাহলে সেই টিকা ভুয়ো বলে উদ্বেগ তৈরি হতেই পারে।
একইসঙ্গে এই ধরনের ক্যাম্পগুলি থেকে টিকার নামে যা দেওয়া হচ্ছে, তা আসলে কী… সেই নিয়েও সংশয় জাগছে মানুষের মনে। এই ধরনের ঘটনাগুলির তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যকে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
Be the first to comment