ভ্যাকসিন নীতিতে জরুরি বদল কেন্দ্রের, নির্দেশিকা সমস্ত রাজ্য সরকারগুলিকে

Spread the love

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে এ বার ভ্যাকসিন নীতিতে জরুরি বদল আনল কেন্দ্রীয় সরকার। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এখন থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ দিন রাজ্যগুলিকে জানানো হয়েছে, আপাতত যেন দ্বিতীয় ডোজ় দেওয়ার উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে টিকার অপচয় রুখতেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

দেশে যে ভ্যাকসিনের সঙ্কট রয়েছে কেন্দ্রীয় সরকার তা মুখে স্বীকার করছে না ঠিকই। তবে কেন্দ্রের এ দিনের বিজ্ঞপ্তি কার্যত সেই আকালের দিকেই ইঙ্গিত করেছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্যের জন্য যে পরিমাণ ভ্যাকসিন বরাদ্দ করা হচ্ছে তার ৭০ শতাংশ যেন দ্বিতীয় ডোজ়ের প্রাপক যারা তাঁদেরকেই এখন দেওয়া হয়। একই সঙ্গে কয়েকটি রাজ্য যে পরিমাণ ভ্যাকসিন অপচয় করছে তা নিয়েও উষ্মাপ্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে। তাই অবিলম্বে যাতে ভ্যাকসিন অপচয় বন্ধ হয়ে তা নিশ্চত করতে বলেছে কেন্দ্রীয় সরকার।

এই মুহূর্তে দেশজুড়ে যে ধরনের ভ্যাকসিন সঙ্কট দেখা যাচ্ছে তার জন্য ভ্যাকসিনের অপচয়কেও একটি বড় কারণ বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। যদি এই প্রবণতা বজায় থাকে, তবে সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। ঠিক সেই কারণে কেন্দ্রের নির্দেশ, অপচয় কমিয়ে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া তরান্বিত করতে হবে। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকেই এই নির্দেশ দিয়েছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*