রাত পেরোলেই ভাইফোঁটা। ফোঁটা দিয়ে দিদিরা বা বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবে। দীপাবলির পর ভাতৃ দ্বিতীয়া উৎসবে মেতে উঠবে কলকাতা সহ গোটা রাজ্যের মানুষ। আর ভাইফোঁটা মানেই মিষ্টির উৎসব। ভাইদের প্লেটে সেরা মিষ্টিটা তুলে দিতে আজ সকাল থেকেই কলকাতা সহ জেলার বিভিন্ন দোকানে দিদিদের লম্বা লাইন চোখে পড়লো।
শহরের অভিজাত মিষ্টির দোকান গিরিশ চন্দ্র দে ও নকুড় চন্দ্র নন্দী ও কালীচরণ দাসের মিষ্টির দোকানের ছবি রোজদিনের দর্শকদের জন্য তুলে ধরলেন আমাদের চিত্রগ্রাহক প্রশান্ত দাস। কথা বললেন মিষ্টি প্রস্তুতকারকদের সঙ্গেও।
দেখুন-
Be the first to comment