ভয়াবহ অগ্নিকাণ্ড বৈষ্ণদেবী মন্দিরে। মঙ্গলবার বিকেলে জম্মু কাশ্মীরে বৈষ্ণদেবী মন্দিরে মাতার ভবনের পাশে ভয়ানক আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ধোঁয়ার কুণ্ডলী ত্রিকূট পর্বতের মাথা থেকেই দেখা যাচ্ছিল। আগুনে দুই ব্যক্তির আহত হওয়ার খবর মিলেছে।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, মন্দিরের ক্যাশ কাউন্টারে কোনওভাবে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা ক্যাশ কাউন্টারটি। আতঙ্ক ছড়ায় মন্দির চত্বরে। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় নামে মন্দিরের কর্মীরাই। আগুন নেভাতে গিয়েই সাংঘাতিক ভাবে পুড়ে গিয়েছেন দুই ব্যক্তি। জানা গিয়েছে, মাতার ভবনের কোনও ক্ষতি হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন আপাতত নিয়ন্ত্রণে। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে মন্দিরে এখন ভক্ত প্রবেশ নিষিদ্ধ। ভক্তদের ভিড় না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে ইশ্বরকে ধন্যবাদ দিয়েছেন মন্দিরের ট্রাস্টি বোর্ডের সিইও।
Be the first to comment