যাত্রা পথ শেষ হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর। শুক্রবার সকাল ৯ টা নাগাদ বাজপেয়ীর দেহ তাঁর বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় দীনদয়াল উপাধ্যায় মার্গে, বিজেপির নতুন সদর দফতরে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর দুপুরে আইটিও ক্রসিং ও দিল্লি গেট হয়ে দেহ নিয়ে যাওয়া হয় রাজঘাটে। রাজঘাট থেকে রাষ্ট্রীয় স্মৃতিস্থল। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হলো।
রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। দেওয়া হয় গান স্যালুট। বাজপেয়ীর শেষ শ্রদ্ধায় হাজির ছিলেন ভূটানের রাজা। ছিলেন নেপাল, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীও। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত। আজ সকালে বাজপেয়ীর বাসভবনে শ্রদ্ধা জানান তিনি। উল্লেখ্য, শুক্রবার সকালে সেনাবাহিনীর শকটে শুরু হয় বাজপেয়ীর শেষযাত্রা। কৃষ্ণ মেনন মার্গে প্রাক্তন প্রধানমন্ত্রী বাসভবনে সকালেও অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
তবে এদিন শুধু প্রধানমন্ত্রীই নন, প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানালেন বিজেপি সভাপতি অমিত শাহ। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বাকি নেতারা। পাশাপাশি এদিন বাজপেয়ীর অন্তিমযাত্রায় হাঁটলেন নরেন্দ্র মোদি। হাঁটলেন অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। স্মৃতি স্থল পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ হাঁটলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ। অন্তিমযাত্রায় শামিল হলেন সব দলের রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ। শেষ শ্রদ্ধা জানান রাহুল গান্ধি সহ বিরোধী নেতারাও।
Be the first to comment