সুপ্রিয় মন্ডল –
হয়তো একদিন, “‘তুমি’-‘আমি'” মিলে “আমরা” হওয়া হবে না।
তোমার ভিজে চুল বেয়ে ঝড়বে কিছু বিষাদের গ্লানি;
লালের নকশা ফুটবেনা আর মনের আস্তাকুঁড়ে,
ভেজা চুল মুছতে গিয়ে মধুর স্মৃতি গুলো দিয়ে যাবে হাতছানি।
ততক্ষণে, খাটের পাশে এসে দাঁড়াবে তোমার বর্তমান।
মাঝেমধ্যেই হবে তুমি তীব্র আগুনের স্নান;
রান্নাঘরে তখন হাঁড়ির মধ্যে ভালোবাসা ফুটছে টগবগিয়ে,
মনে হবে এতদিনে পেয়েছো তো সঠিক ফুলের বাগান?
কতদিন আর আধোপেটে খেয়ে থাকা যায়?
কতদিন আর ভালো আছি, ভালো থেকো
বলে, অভিশাপ গায়ে মাখা যায়?
কতদিন, ভালোবেসে ভালো না থাকা যায়?
আপাতত তোমার চুল শুকিয়েছে।
বিনা অর্থে খাবারের থালা নিয়ে আর বিনা অপেক্ষায় চেয়ে থেকো না;
ভাত বেড়ে দিও কিন্তু তুমি পাত পরিষ্কার করে খেও,
কারন বিনা “আমি”তে তোমার এঁটো থালায় আর কেউ খাবে না।।।
মন্দবাসা ❤
Be the first to comment