সরকারবিরোধী মতপোষণ করার জন্য নয়, বরং নাশকতামূলক কাজের ষড়যন্ত্রে যুক্ত থাকার জন্যই গ্রেফতার করা হয়েছে তেলুগু কবি ভারভারা রাও সহ পাঁচ সমাজকর্মীকে। সুপ্রিম কোর্টে বুধবার একথা জানাল মহারাষ্ট্র পুলিশ।
গত ২৮ অগাস্ট পুনে পুলিশ দেশের নানা শহরে হানা দিয়ে পাঁচ সমাজকর্মীকে গ্রেফতার করে। তার পরেই দেশ জুড়ে সমালোচনা শুরু হয়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং আরও অনেকে মন্তব্য করেন, সরকারের সমালোচনা করার জন্যই তাঁরা গ্রেফতার হয়েছেন। এমনকী বিচারপতিও বলেন, মানুষের ক্ষোভ-বিক্ষোভ গায়ের জোরে দমন করা ঠিক নয়।
এই সমালোচনার জবাবে পুলিশ সর্বোচ্চ আদালতে বলে, অভিযুক্তরা বলেছেন, তাঁদের বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। আমরা কিন্তু বিরোধী মতামত পোষণ করার জন্য কাউকে গ্রেফতার করিনি। ধৃতরা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন সিপিআই মাওবাদী-র সঙ্গে যুক্ত। তারা নানা হিংসাত্মক কার্যকলাপ ঘটানোর ষড়যন্ত্র করে। সমাজে স্থিতিশীলতা নষ্ট করা, বড় আকারের হিংসাত্মক কিছু ঘটানোই তাদের উদ্দেশ্য। তারা জঙ্গিদের আশ্রয় দেয়। আমাদের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে।
পুলিশের বক্তব্য, যাঁরা অভিযুক্তদের হয়ে আদালতে আবেদন করেছেন, অর্থাৎ ইতিহাসবিদ রোমিলা থাপার, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়েক, সমাজতত্ত্ববিদ সতীশ দেশপাণ্ডে ও আইনি উপদেষ্টা মাজা দারুওয়ালা এই মামলায় সম্পূর্ণ বহিরাগত। তাঁদের কারও হয়ে আবেদন জানানোর অধিকারই নেই।
Be the first to comment