উত্তরপ্রদেশের কারখানায় বিস্ফোরণ; মৃত মালদার ৯ বাসিন্দা, শোকপ্রকাশ মমতার

Spread the love

উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো কমপক্ষে ১৩ জনের। শনিবার দুপুরে কারখানায় কাজ চলাকালীন বিস্ফোরণ হয় বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে ৯ জনই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। দুর্ঘটনায় কারখানা মালিক আখতার আলি ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে ঘটনার কথা জানতে পেরেই টুইটারে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, বারানসীতে নিহত ১০ জনের পরিবারকে সমবেদনা জানাই। নিহত ১০ জনের মধ্যে ৯ জনই বাংলার বাসিন্দা। রাজ্য পুলিশ যত শীঘ্র সম্ভব মৃতদেহগুলি নিয়ে আসার ব্যবস্থা করছে। ইতিমধ্যেই বাংলার দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিম মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাচ্ছেন মৌসম বেনজির নূরও।

তবে পুলিশ জানিয়েছে কারখানায় বেআইনিভাবে বাজি প্রস্তুত করা হত। কারখানার মধ্যে রাখা বাজি ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

বিস্ফোরণটি এতটাই জোরালো ছিল যে, দোতলা বাড়ির পুরোটাই ভেঙে পড়ে। আশপাশের আরও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*