গান্ধী পরিবারে করোনার থাবা, আক্রান্ত বিজেপি সাংসদ বরুণ গান্ধী

Spread the love

করোনা আক্রান্ত বিজেপি সাংসদ বরুণ গান্ধী ৷ টুইট করে এই খবর জানিয়েছেন তিনি ৷ তাঁর লোকসভা কেন্দ্র পিলভিটে তিন দিন জনসভায় অংশ নিয়েছিলেন বরুণ ৷ আর সেখান থেকেই কোনও ভাবে করোনা সংক্রামিত হয়েছেন গান্ধি পরিবারের সদস্য ৷

টুইটারে বরুণ গান্ধী লেখেন, ৩ দিন পিলভিটে থাকার পর আমি কোভিডে আক্রান্ত হয়েছি ৷ আমার বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে ৷ আমরা তৃতীয় ঢেউয়ের মধ্যে রয়েছি এবং প্রচার চলছে ৷ নির্বাচন কমিশনের প্রার্থী এবং রাজনৈতিক কর্মীদের সুরক্ষার্থে ভ্যাকসিনের ডোজ দেওয়া উচিত ৷

শনিবার 8 জানুয়ারি নির্বাচন কমিশন পাঁচটি রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করেছে ৷ ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মনিপুর, গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী দেশে নতুন করে ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ পজিটিভিটি রেট ১০.২১%৷ সাত দিন আগে দৈনিক সংক্রমণ ছিল ২৭ হাজারের আশপাশে।

গত মাসেই নির্বাচন হবে এমন রাজ্যগুলিতে রাত্রিকালীন কার্ফু জারি করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ ৷ অথচ দিনে প্রচার জনসভায় লক্ষ লক্ষ লোক জড়ো হচ্ছেন ৷ আর এই সময়ই সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি ৷

রাতের কার্ফু নিয়ে তিনি বলেন, দিনের বেলায় জনসভাগুলিতে লক্ষ লক্ষ লোকের জমায়েত হচ্ছে ৷ কিন্তু রাতে কার্ফু লাগু করা হলো। এটা সাধারণ মানুষের স্বার্থকে অস্বীকার করা হচ্ছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*