বসুন্ধরা রাজে সিন্ধিয়ার প্রার্থনা শুনলেন না মা ত্রিপুরাসুন্দরী। ভোটগণনা শুরু হওয়ার আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রী পৌঁছে যান বনসওয়ারা থেকে ২০ কিলোমিটার দূরে সাতশো বছরের ত্রিপুরাসুন্দরীর মন্দিরে। লাল বন্ধনি শাড়ি পরে তিনি চলে যান গর্ভগৃহে। ১৮ হাতের কষ্টিপাথরের দেবীর পুজো শুরু করেন। ভোটগণনা শেষ হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানা গিয়েছে। রাজস্থানে গণনার গোড়া থেকেই বিজেপির ধরাশায়ী হওয়ার খবর আসছে।
অন্যদিকে, দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বাড়ির সামনে যজ্ঞের আয়োজন করেন কর্মীরা। রাহুল, সোনিয়া, প্রিয়াঙ্কা, কমলনাথ আর শচিন পাইলটের ছবি নিয়ে বসে পড়েন। হিন্দি বলয়ের তিন রাজ্যে দলের ভালো ফলের খবর আসা শুরু হতেই রাহুলকে অভিনন্দন জানিয়ে পোস্টার দেখা যায় সেখানে।
Be the first to comment