ভেনিজুয়েলার নির্বাচন পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ২২ এপ্রিল নির্ধারণ করেছে। এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কৌশল করছে বলে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।
নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যকার আলোচনা ভেঙে যাওয়ার পর জাতীয় নির্বাচন পরিষদের প্রধান তিবিসে লুসেনা বুধবার এ ঘোষণা দেন। ভেনিজুয়েলার প্রধান বিরোধী জোটকে নির্বাচনে প্রার্থী মনোনয়নে বাধা দেওয়া এবং মাদুরোর বেশ কয়েকজন সমালোচককে নিষিদ্ধ করায় বিরোধীরা তার বিরুদ্ধে অভিযোগ করছেন যে, তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার জন্য তড়িঘড়ি এই আগাম ভোটের আয়োজন করছেন।
Be the first to comment